Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২৩

সেবা প্রদান প্রতিশ্রুতি

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবা প্রদান প্রতিশ্রুতি (বিস্তারিত... )                               

                            গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার                               

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন

স্থানীয় সরকার বিভাগ

পরিবহন পুল ভবন (৯মতলা)

সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০।

web:orgbdr.gov.bd

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

. ভিশন মিশন

ভিশনঃ জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে দেশের সকল নাগরিকের আইনগত পরিচিতি নিশ্চিতকরণ।

মিশনঃ অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শক্তিশালীকরণের মাধ্যমে সকল নাগরিকের শুদ্ধ ডাটাবেইজ তৈরীতে সহায়তা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশগ্রহণ।

  ২. প্রতিশ্রুত সেবাসমূহ

   ২.) নাগরিক সেবা

ক্রমিক

নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১)

 

তথ্য অধিকার আইন-২০০৯ অনু্যায়ী তথ্য প্রদান

তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরম-এ পূর্নাঙ্গ আবেদন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে মূল্য পরিশোধ সাপেক্ষে ডাকযোগে বা ই-মেইলে চাহিত তথ্য আবেদনকারীকে প্রেরণ করা হয়।

১। তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা -২০০৯ এর বিধি ৮- এর নির্ধারিত ফরম ‘ক’

 

আবেদনপত্র প্রাপ্তির স্থানঃ

www.infocom.bd এবং এ অধিদপ্তরের ওয়েবসাইট।

 

 

 

তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা-২০০৯ এর  বিধি ৮-এর ফরম ‘ঘ’ এ নির্ধারিত মূল্য অনুযায়ী।

পরিশোধ পদ্ধতি

নগদ, মানি অর্ডার, পোস্টাল অর্ডার, ক্রসড চেক অথবা স্ট্যাম্প

আবেদন প্রাপ্তির তারিখ হতে অনধিক ২০ (বিশ) কার্যদিবস কিন্তু অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কতৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক ৩০( ত্রিশ) কার্যদিবস।

সামিউল ইসলাম রাহাদ

সহকারী রেজিস্ট্রার জেনারেল

         ফোনঃ ০১৭৭২৫৯৩৭৩৮

ইমেইলঃarg4@orgbdr.gov.bd

 

 

 

২)

 

 

 

 

প্রবাসীদের জন্ম ও মৃত্যূ নিবন্ধন সনদ সংশোধন অনুমোদন

 

১। জন্ম ও মৃত্যু সনদ প্রদানের ৯০(নব্বই) দিন অতিক্রান্ত হবার পর জন্ম বা মৃত্যু সনদে কোন ভুল তথ্য লিপি বদ্ধ হয়ে থাকলে তা সশোধনের জন্য নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট দুতাবাসের নিবন্ধক বরাবর আবেদন করতে হবে

 

২। দূতাবাসের নিবন্ধক সংশোধন আবেদন প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের নিকট তা বিবেচনার জন্য প্রেরণ করবেন।

 

৩।রেজিস্ট্রার জেনারেল আবেদন প্রাপ্তির১৫ (পনের) কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন পরীক্ষা করে মঞ্জুর বা নামঞ্জুর আদেশ প্রদান করে উক্ত আদেশ সংশ্লিষ্ট নিবন্ধক বরাবর প্রেরণ করবেন।

 

 

 

অনলাইনে জমনি ফরম-৮ পূরন বা প্রিন্ট করে ম্যানুয়ালি পূরণ।

প্রাপ্তি স্থান: https//bdris.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনামূল্যে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 সর্বোচ্চ ১৫ কার্যদিবস

রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব)

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ ২২২৩৩৮৬৬০৬

ই-মেইলঃ rg@orgbdr.gov.bd

 ৩)

 

 

জন্ম সনদের সাল , সনদ ইস্যুর তারিখ ও জাতীয়তা সংশোধন অনুমোদন।

সংশোধনকারী কর্তৃপক্ষের অগ্রায়নের প্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেল কর্তৃক যাচাই-বাছাই করে জন্ম সনদের তারিখ ,সনদ ইস্যুর তারিখ, জাতীয়তা  সংশোধন অনুমোদন করবেন।

সংশোধন আবেদন ও প্রয়োজনীয় প্রমাণক

     বিনামূল্যে

 

রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব)

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ ২২২৩৩৮৬৬০৬

ই-মেইলঃ rg@orgbdr.gov.bd

৪)

আপীল নিষ্পত্তি

১। বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের নিবন্ধকের কোন আদেশের বিরুদ্ধে আদেশের ৩০(ত্রিশ) দিনের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের নিকট আপীল আবেদন করবেন।

২। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের ভুল-ভ্রান্তি সংশোধন এবং জন্ম ও মৃত্যু সনদ বাতিল সংক্রান্ত জেলা প্রশাসকের কোন আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি আদেশের ৩০(ত্রিশ দিনের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের নিকট আপীল আবেদন করতে পারবেন।

 

রেজিস্ট্রার  জেনারেল বরাবর  আপীল আবেদন ।

বিনামূল্যে

আপীল আবেদন করার ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে

রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব)

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ ২২২৩৩৮৬৬০৬

ই-মেইলঃ rg@orgbdr.gov.bd

 

২.২) প্রাতিষ্ঠানিক সেবা

ক্রমিক

নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১)

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই এর জন্য নিম্ন লিখিত ভাবে সেবা প্রদান করা হয়-

১। সরকারী প্রতিষ্ঠান / প্রতিষ্ঠান / দূতাবাস হতে প্রাপ্ত পত্রের ( রেজিস্ট্রার জেনারেল বরাবর করা হবে) প্রেক্ষিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই করা হয়।

২। জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য অনলাইন ভুক্ত থাকলে যাচাই করে দ্রুত পত্র/ইমেইলের মাধ্যমে জানানো হয়।

৩। কিন্তু জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য অনলাইন ভুক্ত না থাকলে যাচাই করার জন্য সংশ্লিষ্ট উপ-পরিচালক/উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে যোগাযোগ করা হয়।

 ৪। উক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের সত্যতা সংক্রান্ত পত্র সহ রেজিঃ বই এর কপি সংযুক্ত হিসেবে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয় হতে পাওয়ার পরই প্রদান করা হয়। (ম্যানুয়াল তথ্য যাচাই এর জন্য সেবা প্রদান সময় সাপেক্ষ )

১। অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই এর জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট

www.orgbdr.gov.bd এর  verify birth certificate (https://everify.bdris.gov.bd/), Tab এর মাধ্যমে খুব সহজে যাচাই করা যায়, যা সবার জন্য উন্মুক্ত।

 

২। ম্যানুয়াল তথ্য যাচাই এর জন্য সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় হতে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে যোগাযোগ করা হয়।

 

প্রাপ্তিস্থানঃ

www.orgbdr.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনামূল্যে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩০ (ত্রিশ) কার্যদিবস

  ফাহমিদা শিরিন,

প্রোগ্রামার,

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,

জন্ম ও মৃত্যু নিবন্ধন,

স্থানীয় সরকার বিভাগ।

ফোন- +৮৮০২৪১০৫২২৬২

মোবাইল-০১৭৬৮৩৪৬৩৭৪

ই-মেইলঃ programmer@orgbdr.gov.bd

২)

জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সংযোজন

DDLG গণদের আবেদনের প্রেক্ষিতে BDRIS সফটওয়্যারে নব্যগঠিত জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সংযোজন  করা হয়।

রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর আবেদন

বিনামূল্যে

২ থেকে ৪ দিন

মোঃ মেহেদী হাসান

সহকারী রেজিস্ট্রার জেনারেল

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬১

ইমেইল- arg3@orgbdr.gov.bd

৩)

অফিস গঠন ও স্থানান্তর

নির্দিষ্ট ফর্মে আবেদনের প্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় হতে BDRIS সফটওয়্যারে নবগঠিত ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা সমূহের অফিস গঠন ও অফিস স্থানান্তরকরা হয়।

অফিস গঠনের ও অফিস স্থানান্তরের জন্য  নির্দিষ্ট ফরম রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং এ কার্যালয়ের ওয়েব সাইট www.orgbdr.gov.bd এ পাওয়া যাবে।

 

বিনামূল্যে

 ৫ দিন

মোঃ মেহেদী হাসান

সহকারী রেজিস্ট্রার জেনারেল

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬১

ইমেইল- arg3@orgbdr.gov.bd

৪)

 

দূতাবাস এবং সকল জেলার DDLG গণদের ইউজার আইডি প্রদান

নির্দিষ্ট ফর্মে আবেদনের প্রেক্ষিতেরেজিস্ট্রার জেনারেলেরকার্যালয় হতে ইউজার আইডি প্রদান করা হয়।

ইউজার ক্রিয়েশন ফরম রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং এ কার্যালয়ের ওয়েব সাইট www.orgbdr.gov.bd এ পাওয়া যাবে।

 

বিনামূল্যে

২ থেকে ৪ দিন

মোঃ মেহেদী হাসান

সহকারী রেজিস্ট্রার জেনারেল

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬১

ইমেইল- arg3@orgbdr.gov.bd

     ৫)

নতুন দেশ সংযোজন

বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের আবেদনের প্রেক্ষিতে BDRIS সফটওয়্যারে নতুন দেশ সংযোজন করা হয়। 

রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর আবেদন

বিনামূল্যে

২ থেকে ৪ দিন

ফাহমিদা শিরিন,

প্রোগ্রামার,

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোন- +৮৮০২৪১০৫২২৬২

মোবাইল-০১৭৬৮৩৪৬৩৭৪

ই-মেইলঃ programmer@orgbdr.gov.bd

     ৬)

অনলাইনে BDRIS সফটওয়্যারের কারিগরি সমস্যার সমাধান

১। নিবন্ধক কার্যালয়ের সমস্যা সমূহ জেলা,উপজেলা,নিবন্ধক কার্যালয় উল্লেখ    পূর্বক ইমেইলঃ

programmer@orgbdr.gov.bd এ প্রেরণ করতে হবে।

 

২।সকল নিবন্ধক কার্যালয়ের নিবন্ধন সহকারীকে

ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে সমস্যা সমূহ

জুমের স্ক্রিন শেয়ার করে বর্তমান সফটওয়্যারের 

ইউজার আইডি ব্যবহার করে প্রদর্শন করতে হবে।

রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েব সাইট www.orgbdr.gov.bd এ পাওয়া যাবে।

বিনামূল্যে

 

 

 

রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের আইটি টিম

   ৭)

নিবন্ধক কার্যালয়ের নাম সংশোধন

নিবন্ধক কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নিবিন্ধক কার্যালয়ের নামের ভুল সংশোধন করা হয়।

রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর আবেদন

বিনামূল্যে

২ থেকে ৪ দিন

      ফাহমিদা শিরিন,

প্রোগ্রামার,

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,

জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফোন- +৮৮০২৪১০৫২২৬২

মোবাইল-০১৭৬৮৩৪৬৩৭৪

ই-মেইলঃ programmer@orgbdr.gov.b

 

২.৩) অভ্যন্তরীণ সেবা

ক্রমিক

নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১)

শ্রান্তি বিনোদন ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

২)

অর্জিত ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান:

www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৩)

 মাতৃত্ব কালীন ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৪)

অসাধারণ ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৫)

চিকিৎসা ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৬)

অগ্রীম ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৭)

শিক্ষা ছুটি

ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

১. নির্ধারিত ফরমে আবেদন।

২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র

৩. ছুটি প্রাপ্যতার প্রতিবেদন

 

প্রাপ্তিস্থান: www.orgbdr.gov.bd

বিনামূল্যে

৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৮)

ক) বহিঃ বাংলাদেশ (অর্জিত/শিক্ষা) ছুটি মঞ্জুর

খ) লিয়েন মঞ্জুর/লিয়েন বর্ধিতকরণ মঞ্জুর

নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিষ্পত্তি করে (সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুযমতি সংক্রান্ত আনুষঙ্গিক নির্দেশনা এবং লিয়েন সংক্রান্ত নীতিমালা অনুসরণে) সরকারি আদেশ জারি।

১. সাদা কাগজে আবেদন

২. নির্ধারিত ফর্ম (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫)

৩. প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)

৪. ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্র্মচারীদের ক্ষেত্রে)

৫. অফার লেটার

৬. লিয়েন শেষে দেশে ফিরে আসার অঙ্গীকারনামা

প্রাপ্তিস্থানঃ হিসাব শাখা, স্থানীয় সরকার বিভাগ।

বিনামূল্যে

০৭ (সাত) কার্যদিবস

          মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

৯)

বার্ষিক বেতন বৃদ্ধি/ সিলেকশন গ্রেড/ টাইমস্কেল প্রদান

নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদক্রমে নিষ্পত্তি করে (সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুযমতি সংক্রান্ত আনুষাঙ্গিক নির্দেশনা এবং লিয়েন সংক্রান্ত নীতিমালা অনুসরণে) সরকারি আদেশ জারি।

১. সাদা কাগজে আবেদনপত্র

২. হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন

বিনামূল্যে

০৭ (সাত) কার্যদিবস

মোঃ ফরহাদ হোসেন

সহকারী রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬৫

মোবাঃ ০১৭০৫৩২৯১০৫

ই-মেইলঃ arg1@orgbdr.gov.bd

১০)

পেনশন/ আনুতোষিক মঞ্জুর

১) ক. সেবা প্রাপ্তির জন্য সরকারি বিধিমালার আলোকে সংশ্লিষ্ট কাগজ-পত্রাদি সেবা গ্রহিতা যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ কার্যালয়ে দাখিল করবেন।

খ. সেবা গ্রহণের প্রস্তাব প্রাপ্তির পর শৃংখলা শাখার মতামত গ্রহণ।

গ. শৃংখলা শাখার মতামত প্রাপ্তির পর চুড়ান্ত অনুমোদন।

২) ক. সেবা গ্রহিতা ডিডিও হিসাবে দায়িত্ব পালন করে থাকলে বৈদেশিক সাহায্যপুষ্ট অডিট অধিদপ্তর (ফাপাড) বিষয়ে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড অডিট ইউনিট-এর মতামত গ্রহণ।

. প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. পেনশন ফরম

২. আবেদনকারীর ছবি

৩. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ

৪. অবসর গ্রহণের আদেশ

৫. না দাবী ছাড়পত্র

৬. ইএলপিসি (মুলকপি সহ)

৭. অঙ্গিকার নামা

৮. জীবন বৃত্তান্ত

৯. চাকুরী বিবরণী (মুলকপি সহ)

১০. অডিট ছাড়পত্র

১১. উত্তরাধিকার ঘোষণা পত্র

১২. দায়িত্ব হস্তান্তর

. প্রাপ্তিস্থানঃ

উক্ত কাগজপত্রাদি সেবা গ্রহীতা নিজ কর্তৃক এবং কর্মস্থল হতে সংগ্রহ করতে পারবেন।

বিনামূল্যে

১৫  (পনের) কার্যদিবস

মোঃ ওসমান ভুইয়া

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬০

মোবাঃ ০১৫৫২৩৭৯৯৩

ই-মেইলঃ

drg1@orgbdr.gov.bd

১১)

লাম্পগ্র্যান্ট, অবসর ও পিআরএল

আবেদন পর্যালোচনাপূর্বক লাম্পগ্র্যান্ট, অবসর ও পিআরএল মঞ্জুর

১. আবেদন

২. ছুটির প্রাপ্যতা

 

প্রাপ্তিস্থান:

www.orgbdr.gov.bd

বিনামূল্যে

১৫  (পনের) কার্যদিবস

মোঃ ওসমান ভুইয়া

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬০

মোবাঃ ০১৫৫২৩৭৯৯৩

ই-মেইলঃ

drg1@orgbdr.gov.bd

১২)

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুর

নির্ধারিত ফরমে সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীসহ আবেদনের ভিত্তিতে অগ্রিম  মঞ্জুর

১. নির্ধারিত ফরমে আবেদন

২. সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীর মূল কপি

 

প্রাপ্তিস্থান:

 www.orgbdr.gov.bd

বিনামূল্যে

১৫  (পনের) কার্যদিবস

মোঃ ওসমান ভুইয়া

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬০

মোবাঃ ০১৫৫২৩৭৯৯৩

ই-মেইলঃ

drg1@orgbdr.gov.bd

১৩)

গৃহ নির্মাণ,

গৃহ মেরামত, মোটরগাড়ী,

মোটরসাইকেল ও কম্পিউটার

ক. দাখিলকৃত বিভিন্ন প্রকার  অগ্রিম গ্রহনের আবেদনপত্র গ্রহণ।

খ. প্রাপ্ত আবেদন যাচাই বাছাই

গ. নির্ধারিত কমিটির সভার সুপারিশসহ কার্যবিবরণী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

ঘ. বিভিন্ন প্রকার সরকারী আদেশ জারি।

. প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। নিয়োগ পত্রের কপি

২। অফিস কর্তিপক্ষের প্রত্যায়ন

৩। ব্যাংক statement

৪। আনুষঙ্গিক তথ্যাদি

 

. প্রাপ্তিস্থানঃ

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন

৩০০/- (তিনশত) টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্প (গৃহ মেরামত বাদে অন্যান্য সকল অগ্রিমের ক্ষেত্রে)

সফটওয়্যার

৬০ (ষাট) কার্যদিবস

মোঃ ওসমান ভুইয়া

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬০

মোবাঃ ০১৫৫২৩৭৯৯৩

ই-মেইলঃ

drg1@orgbdr.gov.bd

 

৩) অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS)

ক্রমিক

নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

মোঃ ওসমান ভুইয়া

ডেপুটি রেজিস্ট্রার জেনারেল

ফোনঃ +৮৮০২৪১০৫২২৬০,

০১৫৫২৩৭৯৯১৩

৩০ কার্যদিবস

অভিযোগ নিষ্পত্তি্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান দিতে না পারলে

 আপিল কর্মকর্তা

নামঃ নুমেরী জামান

পদবীঃ যুগ্মসচিব ( পলিসি সাপোর্ট অধিশাখা)

ই-মেইলঃ psbr@lgd.gov.bd

ফোনঃ ০১৮৪৬৫২০২৬৪

অফিসঃ ০২৯৫৫৮২২৯

 

২০ কার্যদিবস

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান দিতে না পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

অভিযোগ গ্রহণ কেন্দ্রঃ সচিব সমন্বয় ও সংস্কার, মন্ত্রীপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ফোনঃ ৯৫১৩৪৩৩

ওয়েবঃ www.grs.gov.bd

৩০ কার্যদিবস

 

৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রুতি/কাঙ্খিত  সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

রেজিস্ট্রার জেনারেলর কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর ওয়েবসাইটঃ www.orgbr.gov.bd ভিজিট করা

জন্ম ও মৃত্যু তথ্য যাচাই, আবেদনপত্র ট্র্যাকিং, মোবাইল নম্বর পরিবর্তন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনে www.eservices.bdris.gov.bd ভিজিট করা

রেজিস্ট্রার জেনারেলর কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর কার্যক্রম সম্পর্কে অবহিত থাকা

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালা সম্পর্কে নূন্যতম ধারণা থাকা

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন  ও ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা

নির্ধারিত ফরমে ত্রুটিমুক্ত ও স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা

প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ /ই মেইল ঠিকানায় প্রেরিত নির্দেশনা অনুসরন করা

সেবা গ্রহণ ও কোন তথ্য জানার জন্য কর্মকর্তাগণ বা কল সেন্টার এজেন্টদের সাথে যোগাযোগ করা

সেবা গ্রহণের জন্য অনাবশ্যক ফোন বা তদবির না করা

প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি প্রদান করা

 

প্রকাশের তারিখ: January, 2023